Header Ads

Seo Services

করোনা ভাইরাস প্রবেশের গুরুত্বপূর্ণ পথ দুই চোখ | নিউজ ঢাকা

করোনা ভাইরাস মানবদেহে প্রবেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ পথ দুই চোখ, হংকংয়ের গবেষকরা বলেছেন এই কথা।


পরীক্ষাগারের পরীক্ষায় কোভিড-১৯ রোগের জন্য দায়ী সার্স-কোভ-২ এর ‘ভাইরাস স্তর’ প্রকাশিত হয়েছে, যা উপরের শ্বাসপ্রশ্বাসের পথ ও চোখের পৃষ্ঠের রেখার কোষ কনজাকটিভাতে অনেক বেশি ছিল।
এ ব্যাপারে ড. চ্যান বলেছেন, ‘মানুষের শ্বাসপ্রশ্বাসের ট্র্যাক্ট ও চোখের টিস্যু নিয়ে গবেষণাগারে গবেষণা করেছি। সার্স ও এইচ৫এন১ এর সঙ্গে তুলনা করে সার্স-কোভ-২ নিয়ে গবেষণার জন্য প্রয়োগ করেছি। আমরা দেখতে পেয়েছি সার্স-কোভ-২ মানবদেহের কনজাঙ্কটিভা ও শ্বাস প্রশ্বাসের প্রবেশপথে সার্সের চেয়ে অনেক বেশি সংক্রমণ করে থাকে। এক্ষেত্রে ভাইরাসের মাত্রা ৮০ থেকে শতগুণ বেশি।’ তিনি আরো বলেন, ‘সার্সের চেয়েও উচ্চতর সংক্রমণ ক্ষমতা কোভিড-১৯ এর। এই গবেষণায় আরেকটি ব্যাপার উঠে এসেছে, চোখগুলো সার্স-কোভ-২ মানবদেহে সংক্রমণের গুরুত্বপূর্ণ একটি পথ হতে পারে।’
এই গবেষণা থেকে আরেকটি ব্যাপারে জোরালো দাবি উঠেছে। সংক্রমণ এড়াতে চোখ স্পর্শ করা যাবে না এবং হাত ধুতে হবে নিয়মিত।

No comments:

Powered by Blogger.