খাদ্য সামগ্রী বাসায় পৌঁছে দিচ্ছেন কাউন্সিলর শরীফুর রহমান
তার নিজের প্রতিবেশীরা করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ায় বাড়ি লকডাউন করেছে প্রশাসন। অসহায় এইসব পরিবারের প্রতি বিশেষ দায়িত্ব পালনে নিজ উদ্যোগে।এগিয়ে এলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৫১ নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ শরীফুর রহমান।
খাদ্য সামগ্রী, ফ্লোর ক্লিনার লিকুইড সহ নিত্য প্রয়োজনীয় পণ্য পৌঁছে দিয়েছেন। আক্রান্ত প্রতিবেশীর সাথে মোবাইলে কথা বলে সহানুভূতিশীল আলাপচারিতায় তাকে ডাক্তারের পরামর্শ সঠিক ভাবে পালন করার পরামর্শ দেন এবং পরবর্তিতেও যে কোন ধরনের সহযোগীতা অব্যাহত থাকবে বলেও জানান।
আক্রান্ত প্রতিবেশী ফোনে কৃতজ্ঞতা জানান সংশ্লিষ্ট সবাইকে এবং মহান আল্লাহ তায়ালার দরবারে সবার জন্য দোয়া প্রার্থনা করেন।
No comments: